বিকেল হলেই এসো ... আছে অনেক কিছু বলার
বিকেল হবার গান বাঁধবে রোজের ফেরিওয়ালা
আমার পাড়ার মোড়ের মাথায় ওদের বেচাকেনার --
পশরা গুলো চিনি না ঠিক ... ডাক টা শুধু চেনা।


দুপুরগুলো লুকিয়ে পড়ে বিকেলবেলার ডাকে
বিকেলবেলার পশরা গুলোয় হাজার কথা থাকে


হাজার কথায় ... নীরবতায় ... ইচ্ছে থাকে বলার
পাতার পোশাক বেচতে চাওয়া একটা ফেরিওয়ালার


বিকেল হলেই এসো ... এসো ... বিকেল যদি ডাকে
সন্ধ্যে হওয়ার ইচ্ছে গুলোয় বিকেলবেলাও থাকে ।