তোমার জন্য দাঁড়িয়ে থাকা জাহাজঘাটায়
ভিড় ঠেলে দিন কাটিয়ে দেওয়া মেট্রো রেলে
এগুলো সব বেশ পুরনো ... হাঁটবো শুধু
দু - একটা বার জিরিয়ে নেবো হাঁপিয়ে গেলে


তোমার জন্য বাঁধুক না ঘর অন্য মানুষ ...
ডাকুক না কেউ আদর করে অন্য নামে
রাত্রে শুয়ে তাকেও বোলো আমার কথা
আমায় লিখো তোমার কথা সবুজ খামে


তোমার কথা ভাবতে গেলেই বৃষ্টি আসে
ভুলতে গেলে গুমোট লাগে শীতের দুপুর
এগুলো সব গল্পে মানায় ... হাঁটছি আমি
অরণ্যপথ ... পাতায় ঝরে হিমের নূপুর