আসুন ঘুরে আসা যাক!
এক আজব রাজ্য হতে-
যেখানে শুধু দুঃখ আর হতাশা,
শুধু ব্যথা আর পরাজয়ের গ্লানি।


সেখানে আছে দুঃখ-গ্লানি-হতাশা হরেক রকম!
অবেলায় প্রিয় কাউকে হারানোর,
নৈতিকতার বিরুদ্ধে কার্য সম্পাদন,
অন্যায়ের প্রতিবাদে নিশ্চুপ থাকা,
মেধার প্রয়োগে প্রতিবন্ধকতা মেনে নেয়া,
অযোগ্যের বশ্যতা নীরবে স্বীকার,
অধিকার আদায়ে ব্যর্থতা,
মানবতার বলিদান, ভুলিয়েছে পিছুটান!


এ রাজ্যের অনেক রাজার ভিড়ে প্রজারা দিশেহারা,
এ রাজ্যে প্রহরীর দল লাগামছাড়া!
এ রাজ্যে বিষাদের সূর্য হয়না অস্তমিত,
এ রাজ্য জীবিত থেকেও আসলে সকলে মৃত!


২ মার্চ, ২০২৩; সন্ধ্যা ৬:৫৫ মিনিট