আমার ভেতরে লুকিয়ে আছে যে সত্ত্বা!
কেনও আজ তাকে ঘিরে রাখে সুতীব্র মৌনতা।
আজো আবেগের তাড়নায় তাড়িত হয়ে চলছে জীবন!
মনের অগোচরে; বিস্তৃতির অতলে অতঃপর অবগাহন।
আত্মবিশ্বাস মহা শক্তিধর; তার মহিমা সুশোভিত,
যদি কখনো চিড় ধরে তাতে; অকুতোভয় চিত্ত হয় ভূলন্ঠিত।
প্রতিদিন, প্রতিক্ষণে, অপেক্ষায় থাকি – “কবে আসবে?”,
আবার কবে আকর্ণ বিস্তৃত আনন্দ আর খুশিতে ভাসবে।
আশার পালে লাগুক হাওয়া- মনের এইতো কামনা,
শত চেষ্টার বলিদান ক্ষণিকের তরে মেটাতে পারে যাতনা !
একদিন হয়তো সুদিন আসবে দেখা পাবো তার;
হাসির ফোয়ারায় মাতবে ভুবন; জাগরিত হোক আলোকিত সত্ত্বার।