আমার শিরায়-উপশিরায় আজ টগবগিয়ে চলছে রুধির ধারা!
নাড়ির গতি-প্রকৃতি বড় অদ্ভুত!


আমার চোখে-মুখে অজানা এক চিন্তার বলিরেখা,
ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে হাসি মুছে গেছে!


আমি আজ বড় ক্লান্ত, আত্মবিস্মৃত,
আজ হৃদয়ের তটে সাইমুম দানা বেঁধেছে।


আমি শান্ত হতে চাই আবারো,
সৃষ্টি সুখের আনন্দে অবগাহন করতে চাই বারংবার!


আজো ফুরিয়ে যাইনি,
স্রষ্টার পরম কৃপাধণ্য হয়ে বেঁচে আছে-
"আমার আমি"।


২৮/১০/২০২১