আজব এক দেশের নাম গিরগিটির-দেশ!
যেখানে তলে তলে বেশিরভাগ কাজ হয়!
চুপে চুপে হাঙরের পেটে তিমিও চলে যায়!
এখানে কিতাবে লেখা আছে কি,
সেটা পড়ার সময় কোথায়!
চুপে চুপে কাজ করাদের পকেটে ভরা চাকা!
চাকা গিরগিটির-দেশের মুদ্রার নাম!


চাকা দিয়ে সব মেলে,
চাকার জন্য ছাগল হয়ে উঠে হায়না!
মেধার স্থান জুতার নিচে,
হা-হুজুর করাদের ব্যাপক উত্থান আর বায়না।
চাকা চাই শুধু চাকা!
চাকার জন্য গিরগিটির মতন এরা রূপ বদলায়!


যার চাকা আছে তার সমাজে কদর আছে,
চাকা নেই, তারে চেপে ধরে মারো রে!
চাকা দিলে রাত হয়ে যায় দিন,
চাকাকেই জীবনের মূল মন্ত্র করো রে!


ওরে গিরগিটির দল,
উপরে একজন সব দেখছেন!
তারে কিছুটা হলেও পাও ভয়!
বেশি বাড়লে তার ক্ষয় হবেই নিশ্চয়।
আজকের দিন গিরগিটিদের হয়তো,
কালকে দিন বদলে যাবে-
সব অপকর্মের বিচার জাহানের মালিক এর দরবারে হবে!


২৭ জুন, ২০২৩।