আজ হ্যাপি প্রপোজ ডে!
আজ প্রস্তাব করতে হবে-
প্রিয়তমা-প্রিয়তমেষুর কাছে!


আজ নাকি সুযোগ আছে-
প্রপোজ এক্সেপ্ট হবার,
সাথে সাথে চান্স আছে-
প্রপোজ রিজেক্ট করার!


কি চাওয়া, কি পাওয়া-
দুটোর মাঝে ফারাক কতটা আছে?
এনিয়ে আজকের দিনটি-
বেশ উত্তেজনায় কেটে যায়,
ভালোবাসার রঙীন হাটে-
বেঁচা-কেনা উন্মাদনা জাগায়!


উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা(ডিপিপি)-
বানানো নয় এতটা সহজ,
ভালোবাসার প্রস্তাবনা সঠিকভাবে উপস্থাপন-
এর চেয়ে অনকে বেশি জটিল এবং কঠিন!


আজকাল কাউকে প্রপোজ করা-
কিছু অত্যাধুনিক ব্যক্তি বানিয়ে ফেলেছে ডাল-ভাত,
কারো কাছে এটা হালের ফ্যাশন,
কারো পার্ট অব ডেইলি রুটিন!


তবু আজো বেঁচে আছে-
সত্যিকারের ভালোবাসা সরল বুকে,
সরলতম প্রেমের বহিঃপ্রকাশ-
মেতে আছে তাতে, আত্মসুখে!


আজো চোখের ইশারায়-
দুজনার প্রেমের কথা হয়,
আজো স্বপ্নের ফেরিওয়ালা-
লালিত প্রেমের বৈঠা বায়!


সেই প্রেমের কাজল চোখে লাগিয়ে-
উদাস দৃষ্টি মেলেছি বহুদূর,
বেঁচে থাক পবিত্র প্রেম-
হোক মধুময় প্রপোজ,
বাজুক সানাইয়ের সুর!


৮ ফেব্রুয়ারি, ২০২৩, সন্ধ্যা ৭:৪৫!