গোলাপ, আজ দিলাম তোমায় ছুটি!
অভাবের তরে ধরণীর পথে একাকী পথ হাঁটি।
লাল গোলাপের পাপড়ির শোভা নয়,
গোলাপের কাঁটার আঘাত আজ বড় আবেদনময়!


এলিট ফুল বৈকি, আছে সমাহার-সম্ভার!
তাইতো বেলী কিংবা শাপলা নয়,
নয় হাছনাহেনা, রজনীগন্ধা-
মনমাতানো সৌরভ তাদেরও আছে,
তবু কেন গোলাপের জয়গাঁথা?


পৃথিবীর দশা আজ এমনি,
গুণ-রূপ থাক ভাই যেমনি!
কদর কেবল ক্ষমতা আর টাকার,
হোকনা সেটা অনধিকার!


সবুজের মাঝে লাল সূর্য,
এনিয়ে কাটছে বেশ!
গোলাপ তুমি থাকো অমলিন,
থাকো প্রেমিকার হাতে, থাকো স্ত্রীর খোপায়,
তোমাকে নিয়ে এত আলোচনা,  এত কাব্য!
গরীবের জন্য আজো আর্ত চিৎকার-
পেটে ক্ষুধা, ভাত দে!
আর যাদের পেটে ভাত আছে,
রঙীন জীবন আছে,
তারা অনেক ভালো আছে,
তাদের জন্য আজ-
হ্যাপী রোজ ডে!


সময়: ১৯:৪৫, ৭ ফেব্রুয়ারী, ২০২৩