মনের যত আনন্দধারা বয়ে চলেছে অনাবিল,
জগতের শেষ দিন অবধি থাকে যেন তা অভ্র-সুনীল।
হাঁসতে সবার বড় ভালো লাগে; আছে অনেক রকম তার,
খিলখিলিয়ে অট্টহাসি, কখনোবা শুকনো মুচকি হাঁসি-যার মহিমা অপার!
ফোকলা দাঁতে শিশুর মুখে সুশোভিত মিষ্টি হাঁসি;
সব থেকে প্রিয় জেনো বাবা-মার মুখের মধুর হাঁসি।
হৃদয় জুড়ে সুখের সাগর; ঢেউ তার উথাল-পাথাল,
হাঁসতে কারো নেই যে মানা; হোক না সে বুনো মাতাল!
মনের যত চিন্তা ভাবনা ভয়ে পালায় হাঁসির ভিড়ে;
সুখময় যত প্রাচীন স্মৃতি হৃদয়ের দুয়ারে যবে কড়া নাড়ে।
অস্থির, ক্লান্ত, অবসাদগ্রস্ত – মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক হাঁসির নির্মলতা,
হাঁসি, সুখ , আনন্দ ভাবনার নিগুড় শক্তি মুছে দেক সব পঙ্কিলতা।
দুনিয়া জুড়ে অশান্তির সাম্রাজ্যে কেটে যাক আঁধার;
ফুটবে নব প্রভাতের আলো রাশি রাশি!
চিরদিন উন্মাতাল পবিত্র আনন্দের হোক সমাহার;
সবার মুখে ছড়িয়ে থাক আনন্দময় হাঁসি।