আকাশের কোণে কালো মেঘ জমেছে,তাই না দেখে মন নেচে উঠেছে।
নামবে বুঝি বর্ষণ আজি, উচ্ছ্বাসে তাই সব ক্লান্তি ভেসে গেছে!
গ্রীষ্মের দাবদাহে অশান্ত, অবসাদে ঘেরা এ প্রাণ করে হাঁসফাঁশ!
প্রার্থনা তাই নামুক বৃষ্টি- ফিরে আসুক প্রাণে শান্তিময় অবকাশ।
খরতাপ বুঝি কমবে- এই আশায় বসে থাকার সময় আজ ফুরলো!
বৃষ্টির ছোঁয়া পেয়ে নব কিশলয় ঐ বুঝি পূর্ণতা পেলো!
সকলের মুখে প্রশান্তির মধুময় হাঁসি, ‘এলরে বর্ষা এলো!’
ময়ুর দেখো তাই পেখম তুলে অপরূপ ছন্দে নাচতে শুরু করলো।
এলো বর্ষা, বর্ষণ ধুয়ে-মুছে দিয়ে যাক সব পঙ্কিলতা, যত হতাশা!
সব আশার বীজ বপিত হোক,সবুজে ভরে উঠুক সোনার-বাংলা,
সুজলা-সুফলা হোক কিষাণের মাঠ; মিটুক প্রাণের তিয়াসা!
হাসি-খুশি আর আনন্দে সদা ভরে থাক প্রতি প্রাণ-
বছর ঘুরে আসে বর্ষা, বর্ষিত হয় হরষিত ধারা,আবেদন রয় অফুরান।