আমি হতে পারিনি ভালো ছাত্র,
কত শত শিক্ষা পেলাম দিন-রাত্র!
তবুও ভুল থেকে কিভাবে শিক্ষা নিতে হয়,
শেখা হলোনা আজো, রইলাম বিমূর্ত!


আমি পারিনি গড়তে তুচ্ছ যা কিছু,
অপরাধবোধ তাই ধেয়ে চলে পিছু পিছু!
আমি মধ্যবিত্ত, অনুভবে অভাব প্রতি মুহুর্তে,
পারিনি সুকঠিন দারিদ্র্যের শিকল ভাঙ্গতে,
মেধার আলোকে, শ্রমের হাত ধরে,
বিজয়ের রাজটীকা কপালে আঁকতে!


আমি হতে পারিনি নরেন,
হতে পারিনি অভয়!
আমি হেরে যাবো, লজ্জিত হবো,
মনে সদা এই ভয়!


আমি হতে পারিনি ভালো সন্তান,
ভালো ভাই, ভালে স্বামী!
চিরকাল অন্তর্ঘাত,আত্মদহনে বিদগ্ধ,
আজো রয়ে গেছি আমার আমি!


আমি হতে পারিনি আধুনিক,
হতে পারিনি সামাজিক,
রয়ে গেছি সেকেলে,
জানা নেই কোন কারিশমা বা ম্যাজিক!


আমি হতে পারিনি নিজের সাম্রাজ্যে-
একাধিপত্য বিস্তারকারী সম্রাট!
মহাকাল আর নিয়তির দ্বারা হয়েছি প্রতারিত,
সজল অশ্রু নিয়ে সয়ে চলেছি শত বিভ্রাট!


আমি মানতে পারিনি অন্যায়,
গায়ে মাখতে পারিনি পঙ্কিলতা,
না পারার কষ্ট থাকুক বুকে,
চাইনা মিথ্যা মেকি সফলতা!


আমি হতে পারিনি আজো,
পারফেক্ট কোন মানুষ!
সত্যিকারের মানুষ হবো!
হতে চাইনা বেহুঁশ!


১৩ অক্টোবর,২০২২
সময়ঃ বিকাল ৫ঃ৩০