একদিন ভোরে প্রাণের শহরে-
হাঁটছি রাস্তায় ফুরফুরে বাতাসে।
পাখিরা কলতান করছে,
চারিদিকটা বেশ মনোরম লাগছে।


একটু পরেই কোলাহল বাড়বে,
প্রতি বাড়ি থেকে শত লোক রাজপথে নামবে!
এই ফুরফুরে বাতাস পুড়ে যাবে-
বিষাক্ত কণার মাত্রা অসহনীয় ভাবে বাড়বে!


এ শহরে প্রতিদিন বাড়ে নতুনের ভিড়,
এ শহর প্রতিনিয়ত করে স্বপ্নের ফেরি!
করো হয় স্বপ্নপূরণ, কারো বিনিদ্র জাগরণ,
আবার কেউবা ভেজা চোখে ঘরে ফিরি!


এ শহরে অট্টালিকার বাহার,
আছে অনেক সুন্দর প্রার্থনার ঘর।
এ শহর মেট্রো, এ শহর মেগাসিটি,
ভীষণ আবেগে তৈরি বেশ পরিপাটি!


আজো বেঁচে আছে, পরেও থাকবে,
এ শহর চিরকাল জীবন-যুদ্ধ জয়ের আশা দেখাবে!
হোক আরো উন্নয়ন, ইট-পাথরে ভরা এ ঘর,
কত ভালোবাসার বাহুডোরে ঘেরা জাদুর এক শহর!


৪ মার্চ, ২০২৩, সকাল ৮:০৫।