একটাই পথ,
জীবন নামের সড়ক!
সে পথে পথ চলা,
কখনো সরব, কখনো মড়ক!


এ পথের দুধারে,
রয়েছে গোলাপের গাছ।
তাতে রয়েছে সুবাসিত গোলাপ,
একি সাথে আছে গোলাপের কাঁটা!
এ পথের কোথাও আঁধার,
কোথাও সোডিয়াম বাতি,
কোথাও গাছের ছায়া,
কোথাও স্যাঁতস্যাতে, যায়না হাঁটা।


এ পথে কত রঙীন স্বপ্ন,
এ পথে কত কান্না, কত হাসি!
এ পথের শুরুতে শৈশব,
পরে কৈশোর, মাঝে যৌবন,
জীর্ণতা নিয়ে যায় বার্ধক্যে।


এ পথ মেলেনা কারো,
এ পথে পথিকের সমারোহ!
জন্মে শুরু জীবন নামক সড়ক-
শেষ পয়েন্ট মৃত্যু, চিতায় শবদাহ!


২৬ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ১১:৫৯।