শেষ নিঃশ্বাসের বিশ্বাসে বেঁচে আছি,
বিশ্ব জয়ের মুকুট শোভিত মস্তকের স্বপ্ন দেখেছি।
প্রজা হয়ে রাজা হবার দুর্বার বাসনা মনে,
তপবনে তারি তপস্যা চলছে অনুক্ষণে।
বিষাদের মালা গলায় পরে হেসেছি বারংবার,
বেদনার বিষ পান করে ভুলেছি ভয় পথ হারাবার।
চেতনার বহ্নিশিখায় দাহ্য হয়েও পরিনি মুখ থুবড়ে!
সীমাহীন কষ্টের বোঝা কাঁধে খুজেছি সঠিক পথ হাতড়ে!
দুঃখের সাগরে রঙিন শত আশার করেছি বিসর্জন,
রিক্ত হাতে বুকচিতিয়ে লড়াই করেও মেলেনি পুনর্বাসন!
প্রকৃতি কভু আশীর্বাদ কভু অভিশাপ হয়ে থেকেছে পাশাপাশি,
কখনো আধপেটা,কখনো রোদেপোড়া,কখনোবা বানভাসি!
চিত্ত সদা চঞ্চল তার নিরব সুপ্ত আস্ফালন!
জীবন যুদ্ধে জয়ের নেশায় নবদিপ্তির আবাহন!
প্রতিদিন,প্রতিরাতে,যুদ্ধ চলছে, চলবে-ঘুচাবে অপঘাত।
অকুতোভয় শত যোদ্ধা যুদ্ধ করছে –স্বৈরাচারীর বদ্ধমূলে হানবে আঘাত!
তাদের নিরস্ত্র করবার সাধ্য কার!ক্ষুব্ধ প্রাণে নেই আর্ত চিৎকার!
সব হতাশা দূরে সরিয়ে,রক্তের সাগর পিছনে ফেলে,জয় হোক সব যোদ্ধার!