আমারো রক্ত লাল, আপনারো!
হ্যাঁ, আপনাকেই বলছি!
শুনতে পাচ্ছেন না?
এত আর্তনাদ,  এত কান্না,
এত যাতনা, সবশেষে নিষ্ঠুর নীরবতা!


স্রষ্টাকে কেউ দেখেছেন!
যারা দেখেছেন তারা অসাধারণ।
তাদের দেখানো পথ মিলেমিশে একি রাজপথে মিলেছে!
ভালো করে একবার চেয়ে দেখুন, সে পথে শুধু আলোকিত ধারা বইছে!


কেন তবে আজ রক্তাক্ত সেই আলোকিত পথ?
কেন এই ভেদাভেদ, কেন ওরা বেছে নিলো বিদগ্ধ মত!
ভুলে ভুলে আর কত তাজা প্রাণ ঝরে যাবে!
হে খলনায়ক, কিভবে এই কুরুচিপূর্ণ তৃষ্ণা তোমার মিটবে?


সম্রাট আকবর বলেছিলেন-"ইনসানিয়াত"।
সমগ্র রাজ্যে করেছিলেন তিনি বাজিমাত!
অপশক্তির এ ভয়াবহ থাবা থেকে মুক্ত করো পৃথিবী!
মানবতা পরমঃ ধর্ম, একমাত্র সত্য, এ বিশ্বাসে বিশ্বাসী হোক সকল মানব-মানবী!


তারিখঃ ১৯/১০/২০২১