এই সমাজ; সামাজিকতা বড়োই বেয়াড়া!
নিজের মনের চাওয়া-পাওয়া তারি মাঝে হয়ে পড়ে দিশেহারা।
সকলের দাবি মিলে যে পথ সামনে এগিয়ে চলেছে;
তারি কিছুটা মনের গহীনে প্রশ্ন তৈরি করেছে।
সেই প্রশ্নের উত্তর খুঁজি জীবনের এই ইতি বৃত্তে;
হয়ে যাই আবগের জালে বন্দী নিজেই নিজের হাতে!


চাওয়া-পাওয়ার ভিড়ে রঙিন স্বপ্ন গুলো হয়ে গেল রংহীন,
তারি হাত ধরে চেতনা লুকিয়ে খোঁজে হারানো সুদিন!
আমি অভিমানি হতে চাইনি,
কিন্তু বাস্তবতা বাধ্য করলো!
আমি অচেনা হতে চাইনি,
কিন্তু চেনা এই প্রিয় সহর আমাকে দূরে ঠেলে দিল!
পৃথিবীর বুকে এই অবিচার কিভাবে মেনে নেব?
তার সাথে জমে থাকা হতাশা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো!
যদি পারতাম হারিয়ে যেতে , চলে যেতাম দূর অজানায়;
যে পথে কেউ চলেনা সেই পথি আমাকে আবেগের বশে হাতছানি দেয়!
অনেক চেষ্টা করেও তাই ছাড়তে পারিনি এই নিঃসঙ্গ সত্ত্বা!
সবাই সুখে আনন্দে প্রাণবন্ত থাক ; শান্তি পাক মানুষের আত্মা!