এই যে পথিক!
কোন গন্তব্যে যাত্রা এ অবেলায়?
গন্তব্য অচেনা, দূরত্ব অজানা,
বেলা-অবেলা কিংবা কালবেলায়!


পকেটে নেই স্বর্ণমুদ্রা,
পায়ে নেই পাদুকা!
গায়ে নেই সুশোভিত বস্ত্র,
মুখে নেই কেতাদুরস্ত ভাব,
চুল এলেমেলো, দেহে জীর্ণতা,
চোখে বিষাদের ঘোর অমানিশা!


বুকে আছে দেশপ্রেম, সততার বাণী,
মনে নেই নয়-ছয় করার ভাব,
এসব মিলিয়ে জীবনে জমা হয়েছে শত গ্লানি!
অর্থ আজ অনর্থের মূল নয়,
অর্থ না থাকলে আপন পর হয়!
বেহিসেবী হতে হলে হতে হবে বেপরোয়া,
সেই ভাব না আনতে পেরে পথিক গোবেচারা!


নিয়তির খেলা, বিধির নিঠুরতা,
মেধার প্রয়োগে রইলো অযাচিত প্রতিবন্ধকতা!
সরবে চাটুকারিতা না করার ফলে,
পরিশ্রম হয়েছে পন্ডশ্রম, বৃথা গেল জলে!


সেদিন খুব দূরে নয়-
যেদিন এসকল পথিকের দুস্কর হবে পথচলা!
সমাজ, পরিবার, স্বদেশভূমে হয়ে যাবে একলা!
তবুও এ অর্বাচীন জীবনে শত বেদনার মালা,
গলায় জড়িয়ে হে পথিক চল পথে;
সুদূর গন্তব্য কারবালা!
ভেবোনা তুমি, আজ তুমি কাঁদছো নীরবে-সঙ্গোপনে,
একদিন তুমি হাসবে, মাথা উচুঁ করে দাঁড়াবে,
যেদিন তোমার বিচার হবে হাশরের ময়দানে!


১৮ নভেম্বর, ২০২৩, শনিবার, রাত ৮:১৫!