ইদানীং খুব অসহায় লাগে,
যখন ভাবি, আর মন খারাপ হয়!
দাসত্ব করছি জালিমের,
শোষিত হচ্ছি নির্দয় হাকিমের কাছে!
তারপরও-"জ্বী হুজুর,জ্বী হুজুর"- বলে,
এই আশাহত মুখ সরব রয়েছে!


আগে যদি বুঝতাম!
কখনো পড়ালেখা করতাম না বোকার মতন!
ভালো মানুষ হবার বাসনা কবর দিতাম,
খারাপ মানুষগুলো আজ রাজার বেশে দাপটে ঘুরছে!


ভাগ্যের দোষ, নাকি নিয়তির ফের,
চাকুরীর চাকর হয়ে কত অন্যায় নীরবে সইতে হয়!
এর চেয়ে কি সততার সাথে-
সত্যের আলোর ফেরি করা ভালো নয়?
কিংবা নাহয় করলাম নীতিবান হতে চেয়ে ভিক্ষা,
শিক্ষিত জাতির সমীক্ষা কেন দেয়না প্রকৃত শিক্ষার দীক্ষা!


চেতনার গভীরে আজো রয়েছে মুক্তির গান!
বিসর্জন দিতে পারিনা নিজের ঈমান!
এতকিছুর পরও আজও মাথা উচুঁ করে বাঁচতে চাই,
হে যীশু দাও শক্তি, হে আল্লাহ রহম করো!
হে বুদ্ধ শরণে নাও, কৃপা করো হে ভগবান!


১০ ডিসেম্বর, ২০২২। সময়ঃ দুপুর ২ঃ৩০ মিনিট।