বাগানে হরেক রকম রঙীন ফুল,
লাল, সাদা, নীল, গোলাপী।
বাহারী রঙের জীবিত উড়ন্ত প্রকৃতির এক ফুল,
সে হলো রঙীন প্রজাপতি!


ফুলে ফুলে সে উড়ে উড়ে চলে,
রঙীন পাখার ঝাপটায় কি জানি কি বলে!
মধু আহরণ করে সে তার ছলে,
কখনো এথায়, কখনো হেথায় ধেয়ে চলে!


বাড়ির চারপাশে তার বসবাস,
ঘরে এলে মন নেচে ওঠে!
প্রজাপতির কৃপা পাবার আশায়,
ঘরের দরজা রঙীন প্রজাপতির তরে খোলা থাকে!


রঙীন দুটি পাখা, কতনা তার রঙ!
তার সহায়তায় ঘটে থাকে পর-পরাগায়ন।
ফুলের বাগানে সরব থাকে
তার উপস্থিতি,
চিরকাল মননে জেগে থাক রঙীন প্রজাপতি!