স্বপ্নের কত রকম রং আছে; ভাবনা জাগায় মনে!
আবেগ ঘন তার প্রতিটি ক্ষণ মুখরিত শিহরণে!


দিগবিজয়ী স্বপ্নের রং বর্ণালীর আভরণে সুশোভিত!
রংধনুর সাত রং বুঝি এক সাথে মিশে হয় আমুদিত!


স্বপ্ন বিভোর চোখের চাহনি কভু হয় কি পলকিত?
তারি মুখরিত আকাঙ্খা করে তোলে সবকিছু উদ্ভাসিত!


বেদনার স্বপ্নের রং কেনও হলুদ?
কভু হয়নি জানা!
তীব্র ব্যথার জ্বালা প্রবাহিত হয়!
সবটুকু মিশে একাকার হয়ে গড়ে কষ্টের মোহনা!


ক্লান্তি জুড়ানো ঘুমন্ত চেতনা; অবসাদ ঘুচে হয় প্রাণান্ত;
স্বপ্ন-পিপাসু হৃদয়ের কোটরে ছড়ায় সুবাস অফুরন্ত!


আশা জাগানিয়া; দুরাশা আর হতাশা ঘুচানো- পবিত্রতা ছুয়ে গেলে!
প্রতি রাতে মুদি দু'নয়ন প্রেরণাদায়ী স্বপ্ন দেখব বলে!