স্বপ্নেরা বড় বেমানান,
হৃদয়ের কাছে, আবার দূরে!
মনের ঘরে কম বাস করে,
কখনো ধরা দেয়া কিংবা হারায় জেয়ারে!


বাঁধ আমার বড় দুর্বল,
ভেঙে হয় তার পতন!
জীবনের শত ভাবনা,
নীরবে বাড়ায় উচাটন।


বেঁচে আছি, ভালো আছি!
বাঁচার মতন চাই বাঁচতে!
মরেও বেঁচে থাকে যে,
সে বাঁচা মূল্যহীন এ সমাজে!


গতকাল, আজ, আগামীকাল,
দিন চলে যায় দিনলিপির হিসাবে।
জন্ম-মৃত্যুর দিনক্ষণ, নিয়তির অমোঘ বিধান,
প্রতি ক্ষণে থাক অনুভবে!