দখিনা বাতাস ছুঁয়ে যায় এই মন;
ভাবি শুধু তারি কথা অনুক্ষণ!
মন কেন মানতে চায়না কোন বারণ;
ধুম্র মায়াজাল ছিন্ন করার তাড়নায় বিদীর্ণ অনুশাসন।
রিক্ত এ বুকে শূন্যতার অস্ফুট আস্ফালন;
কখনোবা তেপান্তরের পথ পানে সুদূর দৃষ্টির আগ্রাসন।
রাতের তারার মেলা আকাশে জমেছে বেশ;
জোনাকির স্নিগ্ধ কোমল আলো বাঁশঝাড়ে ছড়ায় মোহনীয় আবেশ!
জরাজীর্ণ শত ভাবনার ভিড়ে বেঁচে থাকে স্বপ্ন-আশা;
এ বুকের মাঝে তোমারি প্রতিচ্ছবি; তুমি আমার না বলা ভালোবাসা!
মনের আবেগের বাহুডোরে চিরকাল তোমার স্মৃতি রবে!
কালের স্রোতধারা বিস্মৃতির অভিশাপ সাথে নিয়ে-
কভু কি তোমার পানে চেয়ে থাকা পথ হারাবে?
কখনো মুখ ফুটে হয়নি  বলা; তাই বলে কি-
মিথ্যে হয়ে যাবে এ অকৃত্রিম মনের তিয়াশা; এ কেমন যুক্তি!
হে নদী, হে আকাশ, হে প্রকৃতি –তোমাদের সাক্ষী করে-
করলাম আজ সজল নয়নে ভালোবাসার স্বীকারোক্তি!