বাবা, আমি আবার ভুল করেছি !
যে পবিত্র পোশাক আমায়
আজন্ম  পরিয়েছিলে, কবচ -কুণ্ডলে
দুই হাত নিষ্ঠুর স্খলনে
ছিন্নভিন্ন করে দিল তাকে !


জীবনের কক্ষপথে সুসজ্জিত বাসর সাজিয়ে
দু'হাতে লুকিয়ে রাখা ক্লান্ত বলিরেখা
উদ্ধত পুরুষ হাতে পিষ্ট হতে হতে
হাসি আর মিথ্যা  অর্গ্যাজম্ - অভিনয় !
পলকের,মুহূর্তের, সহস্র দিনের -
যেন শুধু বাধ্য বীজ বপন
বল, কত আর ? আর কত ?


কুশীলব হাততালি দিলে
নারী জন্ম ঋদ্ধ, তৃপ্ত ভাবা-
স্নেহ,মায়া,ভালবাসা, ক্ষমা আর নম্রতার
পেলব মুখোশে
আত্মপ্রতারণা -


শ্মশানে যাওয়ার আগেও,
এ মিথ্যাচারী নারীদেহ
কুমকুম কাজলেতে  সাজে,
লাল শাড়ি,সিঁথিতে সিন্দুর আর
অলক্তের দাগ
প্রহসন
আদ্যোপান্ত মিথ্যা
যেন সুরেলা সংগীত !


তোমার সুদীর্ঘ ছায়া চিরদিন শিখিয়েছে
বৃত্ত পথে হাঁটা l
মায়ার কজ্জ্বল চোখে দৃষ্টিভ্রম সত্যি ভেবে নিয়ে
প্রত্যেক মুহুর্তে
আরাধনা করে গেছি ক্ষমতার, আত্মসুরক্ষার
আসলে এও তো এক আত্মপ্রবঞ্চনা !


কবচকুন্ডল হীন টাটকা এ লাশে
এবার লিখন হোক সত্যের অক্ষরে