ভুলে যেতে চেয়েছি সব স্বপ্ন-বিকৃতি
চারপাশে ঝুলে থাকা সরব চাদরে
লুকিয়ে ক্লান্ত মুখ,


তবু রাতের বাইপাসে -
এখনো অলীক সব যাত্রীবাস যায়
কুয়াশা কুয়াশা গন্ধ জানালার কাচে


মাঝরাতে  ঘুম ভাঙলে বেড়ালের পায়ে
হাঁটি ছাদ, সিঁড়ি, বারান্দা ও গেট
মাধবী লতার ঝাড়, দুলে দুলে, আটকায় পথ
দিকভ্রান্ত নিশিডাক, যেন এক হ্যালুসিনেশন
ছায়ার মতন কারা উঁকি দিয়ে চলে গেছে
স্বপ্নে এসে - অই সব চওড়া চওড়া পথে
বাতাসের মত যেন ছুটছে কারা যাত্রী বাসে বাসে
হলুদ চাদর মুড়ি,  পাথরের মত সব সার সার মুখ
জানালায়  বসে আছে নিস্কম্প, উদাস, নিষ্ঠুর-
দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে ওরা সব কতকাল ধরে


যাওয়ার রাস্তায় শুধু হাতছানি
দিয়ে গেছে স্বপ্নে, আমাকে !