আঁধার রাত্রি শেষ হয়ে যায়, আসবে আবার ভোর,
শান্তি পাবে ক্লান্ত দেহ, বাড়বে মনের জোর।
যা ছিল কাল দুখের কারণ, আঘাত হেনেছে মনে,
কাটবে তাও নতুন দিনের নতুন আলোর সনে।
কালকের ব্যথা কালকেই থাক, থাক সে কালের পাতায়,
আজকে বাঁচো নতুন করে, সঞ্জীবনীর ছোঁয়ায়।
দিনরাত্রি আসবে যাবে, নিয়ম এই জগতের,
সুখ দুঃখ একই জিনিস, একটু রকমফের।
লড়তে গিয়ে ভাঙতে পারে, ক্লান্ত হবে প্রাণ,
গড়তে হবে আবার নতুন, বাঁধব নতুন গান।
পরাজয়ের গ্লানি ভুলে, জীবন করব জয়,
তোমার চোখে দেখব আমি নতুন সূর্যোদয়।