মনের শঙ্খতে বাজে আজ হুংকার
নেই কোন শান্তির চিৎকার,
চলছে শুধু অশান্তির মহা হুংকার।
আশপাশে দেখি শুধু অহংকারের ই হুংকার।


আসছে সময় বারছে দিন
বারছে অহংকারী দিন - দিন।
দগ্ধ মনে লাগছে আগুন,
অহংকারের উদ্দীপনে।
মনে হতে মন মনের তরে,
মানছে না মন কোনো তরে।
অহংকারের আগুন তরে,
ডুবছে সাবাই স্বার্থের তরে।


আজ আমি চুপ বলে,
চার দিকে বারছে অশান্ত ছেলে।
হবে সবাই একদিন শান্ত ছেলে,
যে দিন হয়ে ওঠব আমি অশান্ত ছেলে।
মনের উদগ্রীবতায় বারছে আগুন।
কী করে করব আমি অহংকারীর
অহংকার কে দেয় শেষ করে।


আসবে বাধা অনেক গুলো,
লড়তে হবে সব গুলো।
থাকবনাক অহংকারীর
অহংকারের জাল ধরে।
সব বাধা জীর্ণ করে চলতে হবে
মহামানবদের জীবন ধরে।
আসবে সুখ নতুন করে,
চলব যখন তাদের পথ ধরে।


মানুষে মানুষে নেই
কোনো অহংকারের দ্বন্দ্ব ।
আহা কি আনন্দ!
সেই দিন হয়ে ওঠবে আমার মন শান্ত।