তোমার খোপায় আমি-
তারাদের রঙ দেখি।


আকাশে ছুটে চলা তারা বিষম থমকে যায়
চেয়ে থাকে খোপায় অনন্ত অসীমে।
সঙ্গমে তারা অনভ্যস্ত, চেয়ে দেখে
রঙ বদলে যাওয়া সোডিয়াম আলোয়
থমকে যাওয়া তারার রাশি। আবার পথ খুঁজে-
চলতে থাকে- রঙ তৈরি করে।


প্রিয় খোপা খুলিও না
তারাদের মিলন থমকে যাবে,
নগরী শান্ত হবে, কুশল করবে অন্যের সাথে।


প্রিয় খোপায় ফুল দিয়ো না-
অসুস্থ মস্তিষ্কে ফুলের রঙ
নেশা বাড়িয়ে দিবে, বাহারী খোপা ছেড়ে
ফুলের নেশায় ডুব দিবো।


প্রিয় তোমার খোপায় আমি-
তারাদের রঙ তৈরি করা দেখি,
অন্তত শহুরে মানুষের ব্যস্ততায়
সেই সফেদ রংরেজ আমার চোখে;
রংধনু দেখে।