ছুটে চলে আমার তরী
ও তা কিনার খুঁজে পায় না,
হঠাৎ আটকে যায় মৃত চরে
রঙিলা মাঝি তার দিশা তো পায় না।


এ তরী চলে ক্ষীণ বেগে
আমার মনের সাথে সন্ধি করে,
আমি হারাই তট তারি মিলনে
সেই মিলনে আশ মিটে না- মিটে না।


বৈঠা মাঝি বায় ধীরে
পথ পাবার আশার ভরে,
এ বাঁকে পথ চিনে না
মাঝি আমার বৈঠা ফেলে যায় দূরে।