পৃথিবী তখনো মানুষ হত্যা করতে শিখে নি,
তখনো ধর্ষকেরা তাদের শিশ্ন দিয়ে আঘাত করে নি-কোন কুমারীকে,
তখনো ধর্মের বিরোধ জন্ম নেয় নি,
তখন মানুষ রক্ত দিয়ে তৃষ্ণা মিটাতো না,
তখনো মানুষ ছিল, পশু না-
অন্তত মানুষ স্বত্ত্বায় পশু ভর করে নি।


আমি আদিতে যাবো-
উলঙ্গ মানুষের সাথে শিকারে নামবো
বর্ষার ডগা দিয়ে আঘাত করবো হিংস্র পশুদের
নিশানা গেঁথে যাবে পশুর শরীরে
রক্তের তিলক পড়বো ললাটে
ক্ষমা চাইবো সৃষ্টির কাছে।
ছিলিমে পাতা দিয়ে হালকা টান দিবো-
নেশাগ্রস্থ হবো। আবার উলঙ্গ শরীরে
জন্ম নিবে পৌরষত্ত্ব, মায়াতে বিদ্ধ হবো।
মায়ার বশে আবার জন্ম নিবে নতুন প্রাণ-
কোটি বছরের অফুরন্ত প্রাণ জন্ম নিতে নিতে
পশু হয়ে গেছে।
ভর করেছে পশু স্বত্ত্বা।


গাছের পাতারা ঝড়তে ভয় পায়
দখল করে রেখেছে মুখোশ পরা পশু।
বিভেদ করেছে ধর্ম
ভাঙছে সমাজ, সংস্কৃতি, সভ্যতা
মৃতদেহ থেকে ভেসে আসছে
পরিবর্তনের দুর্গন্ধ।