আমার অস্তিত্ব জুড়ে কেবল-
বিকেলের পাখিদের গান,
সূর্যের অবাক ঝলকানি,
মুখ লুকিয়ে রাখা গৃহবধূর-
নাকের নোলকের হাসি,
মাঝির উত্তরের ভাটিয়ালি গান,
কৃষকের কাঁধের গামছা দিয়ে-
মুখের ঘাম মোছার ক্লান্তি,
দুপুরের অলস রোদে ঘুমিয়ে যাওয়া
রাখালের জেগে উঠা,
মাঠে চড়ানো গরুগুলোর দিনের শেষ আহারটুকু।


আমার অস্তিত্ব জুড়ে কেবল-
শহুরে মানুষের অবাধ ব্যস্ততা,
স্কুল পড়ুয়া বাচ্চার কম্পিউটারে চোখ রেখে দেয়া,
অট্টালিকার রোদ্দুরে জ্বলতে থাকা সিগারেটের ধোঁয়া,
পাবলিক বাসে পকেটমারের হাত।


আমার অস্তিত্ব জুড়ে কেবল-
প্রেমিকের প্রথম চুম্বন,
প্রেমিকার হাতে প্রথম হাত,
বন্ধুদের বাড়াবাড়ি,
চা'এর কাপে গানের অহবান,
আর্টিস্টের ফাঁকা আর্ট পেপার,
আবার কবির মুহূর্তে ফেলা আসা
পুরোনো কবিতার বিকেলগুলি!