তোমার না হয় নাইবা জানা হলো,
আমার মনের অগোছালো কথাগুলো।
এমনি করেই কতটা দিন গেলো-
কতটা রাত একা একাই ভোর হলো।
মনের মাঝে যতনে বোনা স্বপ্নগুলো -
ধুঁকে ধুঁকে একে একে দিক হারালো।
তোমার না হয় নাই বা জানা হলো।


কতনা ঝড় মনকে আমার ভেঙে দিলো,
কতটাইবা তোমাকে তা ছুঁতে পারলো!
কতযে দীর্ঘস্বাস হৃদয়টাকে নিঃস্ব করলো-
কতটা নিশি দুচোখ আমার ঘুম হারালো!
তোমার না হয় নাইবা জানা হলো।


এক জীবনে কত চাওয়া মিথ্যে হলো-
এক জীবনে কতটাইবা পাওয়ার ছিলো!
কোন সে আপন দৃঢ় মনের স্বপ্নগুলো-
বারে বারে একলা পথে পথ দেখালো,
তোমার না হয় নাইবা জানা হলো।