যোগ্যতা
আবদুর রহমান (রুবেল)


এখন আর কাউকে নিয়ে সপ্ন দেখিনা
এখন আর কাউকে প্রেমের প্রস্তাব দেইনা
এখন আমাকে অনেক প্রেমের প্রস্তাব দেয়
এখন আমাকে নিয়ে অনেকে সপ্ন দেখে
রাত পার করে দেয় সপ্ন দেখে
তোমাকে এখন আর ফোন করে বিরক্ত করিনা
এখন আর এস এম এস দিয়ে বলিনা
‘প্লিজ একবার ফোনটা ধরো, প্লিজ প্লিজ’
এখন অনেকে এস এম এস দিয়ে বলে
‘প্লিজ ফোনটা ধরো’
আজ ধন্যবাদ দিতে ইচ্ছে করে করে তোমাকে , কারন;
তুমি আমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছ ।
যদি প্রস্তাব প্রত্যাখ্যান না করতে
আমি হয়তো তোমার প্রেমে হাবুডুবি খেতাম
নয়তো পড়ে থাকতাম আগের ঐ বস্তির গলিতে
তোমার উপর অভিমান নাকরলে পড়ে
কোন এক চায়ের দোকানে
তোমার উপর অভিমান করে চলে এসে
আজ আমি অনেক বড় হয়েছি
বিদেশ থেকে ডিগ্রি এনেছি
অনেক বড় পাশ দিয়েছি
তোমার উপর অভিমান করে
আমি নষ্ট হয়ে যাইনি
নেশায় আসক্ত হইনি
বরং তোমাকে দেখিয়ে দিয়েছি
আমিও যোগ্য হতে পারি
একদিন তুমি আমায় বলেছিলে
“ তুমি আমার যোগ্য নয় ”
আজ, আমি যোগ্যতার শেষ সীমানা ছাড়িয়ে
তোমার সামনে এসে দাঁড়িয়েছি
আজও কি বলবে?
“ তুমি আমার যোগ্য নয় ”