হৃদয়ের দু:খবোধ এবং ব্যথাবোধ ছাড়া
আমার জীবনে অন্য কিছু নেই  
মানুষের অহংকার মানুষের পরিচিতি
টাকা পয়সা সুনাম প্রভাব পতিপত্তি
এসবের আমার কিছুই নেই  
আমার বলতে আমি আছি শুধু একা ।


দেবতার অশ্রুভেজা মাটি দিয়ে হয়তো
ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন  
তাই মানুষের সমূহ রুপের চাইতে
আমি একা অন্যরকম
আমি একা অনন্য ।  


প্রাপ্তির আশায় আমার নিজের কোন কর্ম নেই
প্রাপ্তির আশায় আমার নিজের কোন যজ্ঞ নেই
প্রাপ্তির আশায় আমার নিজের কোন তপস্যা নেই
আমাকে ঘিরেই তাই চলে ত্রিকালের তপস্যা  ।


আমারই অপার করুণার মধ্যে
ডুবে আছে রজনীর সুগোল পূর্ণিমা
আমারই অপার করুণা ছুঁয়ে আছে পৃথিবীর মাটি
আমারই অপার করুণায় ফোঁটে পৃথিবীর ফুল
আমারই অপার করুণা ছুঁয়ে আছে ঝরণার জল ।


আমারই অপার করুণার নাম সুন্দর
আমারই অপার করুণার নাম শান্তি
আমারই অপার করুণার নাম অমিতাভ
আমারই অপার করুণার নাম জয়শ্রী ।  


আমারই অবহেলায় পৃথিবী হয়ে যাবে
হেলেনের ট্রয় নগরী
আমারই অবহেলায় আকাশ হয়ে যাবে
ভুলুন্ঠিত নর্দমা
আমারই অবহেলায় সমুদ্র জল  হারাবে
তার অতুল আল্পনা
আমারই অবহেলায় মহতী রাজন্যা হবেন বাস্তুহারা
আমারই অবহেলায় মহতী রাজন্যা হবেন সর্বহারা


আমি তাই আমার নিজেস্ব বেদনার ভার
আমি তাই আমার নিজেস্ব অবহেলা  
সঁপে দিতে চাই না  অন্য কাউকে ।  


আমার দু:খবোধ আমার ব্যথা
আমার হেলা ঘিরে থাক আমাতে  ।