আমরা কবি, আমরা ঋগ্বৈদিক ঋষি  
পৃথিবীর মানুষের ও আকাশে বসত দেবতাদের
নিরন্তর আরাধ্য মন্ত্র গুরু আমরা ।
মানুষ, দেবতা ও মহামান্য শয়তান  এই তিনের
সূক্ত উপাস্য আমরা
দুলোক ভুলোক ও পাতাল ত্রিলোকের
কাগজ সন্নাসী আমরা
দক্ষিণ সমুদ্রে সমুদয় সুর্যের মতো দীপ্তিমান আমরা
পথে বেরিয়ে যতদুর হাঁটতে হাঁটতে যাই আমরা
যেতে যেতে পথে ছড়ায় আলো
যেতে যেতে পথে ছড়ায় ধবল শঙখের মুক্তো
যেতে যেতে পথে ছড়ায় আসমানী নীলা  
যেতে যেতে পথে ছড়ায় জলজ প্রবাল ।  
আমাদেরই চোখের অপর নাম ইরাবতী,
আমাদের চোখের অপর নাম মেঘনা যমুনা ।  
আমাদের শব্দ শৈলীর অপর নাম দু:খ
আমাদের আর্য ও বৈদিক নির্মানের নাম মন্ত্র ।
আমাদের শব্দের শৈলীতে শয়তান এতো শক্তিমান
আমাদের মন্ত্র আমাদের কবিতা পাঠেই
মানুষ ফিরে পাই ধর্মের সুনীতিমুলক বোধ পুন :  
আমাদের মন্ত্র আমাদের কবিতা জপেই  
স্বর্গের দেবতারা ভাসে অলকানন্দার জলে
আমাদের মন্ত্র আমাদের কবিতা জপেই
স্বর্গের দেবতারা হলো অমর
পরাজিত সুরের স্বর্গ হারোনো মিহিন কষ্ট
বিজিত অসুরের অমিত শক্তির উৎস আমরা