ভাবচ্ছি  এই শহর  মানুষের লোকালয় ছেড়ে  
দূরে  কোথাও  চলে  যাবো
বনভুমি অথবা জলাভুমিতে ।
ভাবচ্ছি  এই  শহর মানুষের লোকালয় ছেড়ে  
বনভুমি অথবা জলাভুমিতে ঘর বাঁধবো
বনভুমির পাখির সাথে অথবা জলাভুমির মাছের  সাথে  হবে আমার ঘর সংসার ।  
বনভুমির পাখির  গান  জলাভুমির মাছের  হাসি  
বনভুমির  শুকনো পাতা জলাভুমির ঝিনুক মুক্তে  হবে  আমার  ঘর গেরস্থালী ।  

ভাবচ্ছি  শহর এই মানুষের লোকালয়
মানুষ ছেড়ে  আমি দূরে কোথাও চলে যাবো
মানুষ দেখলে  আমার অন্য এক মানুষের মুখ  মনে পড়ে যায়  
মানুষ দেখলে আমার জেগে ওঠে হৃদয়ের ব্যথা
আমি তাই মানুষ ছেড়ে এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাই
বনভুমির পাখির বিষ্টা জলাভুমির মাছের আঁশটে  তাও ভালো
যদি আমি মানুষ থেকে দূরে যেতে পারি
মানুষ দেখলে আমার অন্য এক মানুষের মুখ মনে পড়ে যায়
মানুষ দেখলে আমার জেগে ওঠে হৃদয়ের ব্যথা
আমি তাই এই শহর এই মানুষের লোকালয় মানুষ ছেড়ে
দূরে কোথাও চলে যেতে চাই