যখন কবিতা লেখার বোধ জাগে আমার মনে
তখন আমার মনে লেখার আনন্দে
রক্ত কমল রক্ত জবা ফুটে ওঠে
তখন আমার চোখ ভরে ওঠে অলকানন্দার জলে
যখন কবিতা লেখার বোধ জাগে আমার মনে
তখন আমার কলম জ্বলে ওঠে
জলন্ত অঙ্গারে  
তখন প্রলয়ের আগ্নেগিরীতে  আমার বুকে পোড়ে মৌ-চক্র
তখন প্রলয়ের আগ্নেগিরীতে আমার বুকে পোড়ে
শ্রী-মধুচক্র
আধিদৈবিক অলাতে ।  
যখন কবিতা লেখার বোধ জাগে আমার মনে
তখন আমার বুকের হাপোরে দুলে ওঠে
এক লাবণ্য পূর্ণ প্রাণেশ  হে  
তখন আমার বুকের হাপোরে জ্বলে ওঠে
বিশাখা, অনুরাধা, জেষ্টার পুষ্পরাগমনি।  
যখন কবিতা লেখার বোধ জাগে আমার মনে
তখন আমার হৃদয়ের কার্ডিনরী তিন তারে
বেজে ওঠে সিন্ধু ভৈরবী বেজে ওঠে ইমন কল্যান ।


কবিতা আমার রক্তের আদি সোন্দর্য্যের
এক অনাদি পিপাসা
কবিতা আমার ফুসফুসের রক্তবমি
কবিতা আমার নি:শ্বাসের শিল্প কুসুম ।