নারিকেল পাতার বাঁশি আমি খুব ভালোবাসি
অমৃতপোম দেবতারা যেমন ভালোবাসে শঙখের ধবনি।
নারিকেল পাতার নাক ফুল, হাত ঘড়ি
আমি খুব ভালোবাসি মানুষ যেমন ভালোবাসে
যুঁই ফুল  জলপাই বা্হার ।
নারিকেল পাতার বাঁশি আমি খুব ভালোবাসি
পুরোনো বইয়ের তাকে তোমরা যেমন ভালোবাসো জিব্রান
তোমরা যেমন ভালোবাসো মার্ক্সের ধুলি খাওয়া পুঁজি ।
নারিকেল পাতার বাঁশি আমি খুব ভালোবাসি  
আনান্দ ভৈরবী বলো রাগ কানাড়ি বলো
অতোটা উচ্চ বিদ্যার অতোটা অভিজাতের প্রয়োজন নেই
বনের বুনো পাখির মতো সামান্য হৃতস্নিগ্ধ
বে গুনি পাতার বাঁশি আমি খুব ভালোবাসি
সামান্য পাতার বাঁশি যমুনার পাড় ভাঙার মতো
কিছুটা করুণ কাতর কিছুটা যাতনা তোলে
হৃদয়ের জলধি কিছুটা তোড় পাড় করে ।
আমাকে ভোলায় এই পাতার খেলনা
আমাকে ভোলায় এই পাতার কূজন ।
পাতার বাঁশিতে ফু দিলে বেরিয়ে আসে
মাটি থেকে বীজ
বীজ থেকে বহমান বৃক্ষের মর্ম ব্যথা  ।
পাতার বাঁশিতে ফু দিলে বেরিয়ে আসে
জল ও মৃত্তিকার রসজ্ঞ সবুজ প্রাণের শিখা  
পাতার বাঁশিতে ফু দিলে বেরিয়ে আসে
বকুলের শাখে কুসুম দল
হেসে ওঠে জ্বলে ওঠে সত্য সবিতা ।