সংগীত আচার্য মণি সমাজবিধির জিঞ্জির ভেঙে মুক্তির দিকচক্রবালে উড়াল দিয়া
তুমি এক শান্তি প্রিয় হীরামন পাখি ।  
তোমার সমাজ ভাঙার গান শোনার পর
আমি আর ঘুমাতে পারচ্ছি না
অষ্টপ্রহর আমি জেগে আছি
অষ্টপ্রহর আমি পড়চ্ছি রৈবতক  ।  
হে সঙ্গীতজ্ঞ  
বৈদিক মন্ত্রের মতো সুপ্রসিদ্ধ তোমার গীত
বৈদিক মন্ত্রের মতো সুপ্রসিদ্ধ তোমার গানের রীত ।  
তোমার মানবতার বন্দনামূলক গায়ত্রী  
তোমার সুনীতিমুলক গায়কী  
অটল সুর্যের মতো মিশে আছে মৃত্তিকায়
মিশে আছে আত্মা উৎসর্গী শহীদের রক্তে ।  
মিশে আছে কৃষকের ঘামে মিশে আছে বীজধানে ।    
তোমার গানে আছে মানুষ
তোমার গানে আছে সমাজ
তোমার গান তাই দ্রোহের অস্ত্র হয়ে
গোপনে আমার মানসে যুঁইফুল হয়ে
ফুটে আছে ।  
সেদিন আসরে তোমার গান শুনে
আমি বুঝেছি তামসিক সমাজ ও রোগা-পটকা
মানবতার জন্য তোমার হৃদয়ে
তুমি কী অসীম হাহাকার
তুমি কী অসীম বিরহ
তুমি কী অসীম দু:খ বেদনা পুষিছো ।  


গিরিমাটি উপত্যকায় বৃষ্টি নেই
সমতলে জলহীন ভুমিতে পৃথিবীর সব
বিনতিশালীন বৃক্ষরা শুকিয়ে ধুকে ধুকে মরচ্ছে
কবি তবু আমাদের ভয় নেই
কারণ আমরা তো জানি
তুমি হার্মোনিয়াম ধরলেই  
তুমি গণরাগে কেঁদে উঠলেই
তোমার সুরে মুগ্ধ হয়ে আকাশ ফেটে পড়বে নিনাদে
সুমুদ্রনেমি মেঘ গুলো আবেগে ঝরে পড়বে
পৃথিবীর অমল ধবল তোমার মতো
শান্তি প্রিয় মাটিতে ।
তুমি গান গায়লেই ময়ুর মাধবী কঙ্কনা  
হেসে উঠবে নেচে উঠবে  
তুমি গান গায়লেই অমল শাদা গাভীর বানে
আসবে  দুধের ধারা আসবে দুধের নহর ।