এই চৈত্রের আলো


                           এস, এম, আরশাদ ইমাম


নতুন আমের নতুন বোলে
শিশু মনের দুয়ার খোলে
শিশু আমের শৈশব তাই
শিশুর হাতে ছন্দে দোলে।


ফাগুন এসে চলেও গেছে
চৈত পরবের বেলা
কচি আম অার ছুরি চাকু
বৈশাখী হাট মেলা।


নতুন বছর নাড়ছে কড়া
আম গাছের ঐ ডালে
মুকুলগুলো ঘোমটা খুলে
ভরাচ্ছে ডাল বোলে।


টুনটুনি আর পুতুল নাচের
শৈশবের সেই দিনগুলো
এখন শুধূই ঝরা মুকুল
নয়তো ভোলা পথের ধুলো।


আজকে আমার আত্মজ এই
স্মৃতির দেরাজ খুলে
এই মওসুম কুড়িয়ে এনে
ঝাঁকায় দিল তুলে।


বয়স যখন খাবি খাচ্ছে
মাঝ গগনে ঠেকে
ছেলের মাঝে খুঁজছি আমার
কিশোর বেলাটাকে।


কৃতঞ্জতাঃ অরিত্র//21 মা৯র্চ ২