যা‌দের র‌ক্তে র‌ন্ঞ্জিত আজ লেখার পৃষ্ঠা চলার পথ
তা‌দের স্মরণ নয় কিছু তবু বু‌কের ভিতর অ‌গ্নিপথ
‌দেখা যায় না, বুঝা যায় না, ধোঁয়া বা ধুলা, শব্দহীন
স্মৃ‌তি মু‌ছে যায়, প্রজ‌ন্মের ত‌লে, র‌য়ে যায় সেই অদৃশ্য ঋণ।


নদী বয়ে চলে আপন গতিতে কখনো সপ্রাণ ছন্দময়
কখনো বা নদী পেয়ে যায় এক কালের কৃষ্ট অকাল ক্ষয়
তারও তো কোন পথ থাকে না পালিয়ে যাবে, উপায় কই
গলিত মানুষ, ট্যানারি বর্জ্য, একাত্তর কি ছিয়ানব্বই!


সব মিলেমিশে একাকার যদি তফাৎ ধরবে? তুমি অচল
বিস্মৃতি এক চোরাবালি হয়ে পা টেনে নেয় সে কোন অতল!
অথবা সামনে বিন্ধ্যাচল এক কুশিক্ষিত বাপ-সমাজ
নিজেই অজ্ঞ জানাবে সে কাকে, জানানো নয়তো কাজের কাজ।


এভাবে পেরোল শুধু চার যুগ, যাবে আরো দিন শতাব্দীকাল
হাল ছেড়ে দিলে যন্ত্র বসিও,সেটাই দেখাবে ভোর সকাল
বরফ যুগের, কলির কালের আস্তর ভেঙ্গে আসবে সে
শহীদের সেই কালের লিখন, কাল পেরিয়ে ভালবেসে।


আরশাদ ইমাম
১৪ ১২ ২০১৯