আকাল না অকাল না
বলতে গেলে সকাল না
আসলে তা কুকাল,
কবিতার পংক্তি তুলি
উঠে আসে কালি-ঝুলি
পদে পদে নাকাল।


হাঁ করে বা দাঁত খিচিয়ে
ধুল-শয্যায় গা বিছিয়ে
উষার দিকে পিছন দিয়ে
ধ্যান ভঙ্গের খেলা,
কার যাত্রায় নাস্তি কার
কার দু’চোখের অগ্নিহার
তাচ্ছিল্যের নিঃশ্বাস নিয়ে
ভস্ম জীবন বেলা।


কবিতা না, রচনাও না
আবার গদ্য ছড়াও না
আসলে তা দলিল,
বয়স ঘষে ঝলসে তোলা
অভ্ঞ্গিতার শকুন্তলা
কিংবা প্রেমের ফসিল।


শুক্রবার, ১ম প্রহর, ০৩.০০//
ঢাকা//ঢাকার জীবন