হারবোনা ভাই হারবোনা
বইলো না আর পারবোনা।
এই কথাটা রাইখো মনে
ধরলে পরে ছাড়বো না।


গাছের তলায় শুইয়া থাকি
আকাশ জুড়ে স্বপ্ন আঁকি
প্রথম দেখলে ভাববে পাগল
খাইলে ধরা, বলবে না।


যেই স্বপ্ন দেইখা ফেলা
তারে তো আর যায় না ভুলা
দেইখা যখন ফেলছি তখন
স্বপ্ন তারে রাখবো না।


তার জন্যি সাধ্যি সাধন
তার জন্যি সংকীর্তন,
মনের ভিতর যতন করে
রাখছি দ্যাখো পুইষা তারে।


যেদিন সেটা ফলবে মাঠে
থাইকো সেদিন কাছে পিঠে
তোমার হাতেই তুইলা দেব
ভুলবনা ভাই, ভুলবনা।


------- আরশাদ ইমাম, ঢাকা। (বাংলাদেশের ক্রিকেট দলের জয়ে )