আমরা কাঁদি কেবলই কাঁদি, কেঁদে আমাদের সুখ
কাঁদার ভিতর দিয়ে খুঁজে ফিরি আমাদের প্রিয় মুখ,
কান্না আমাদের শোক মুছে দেয়, নতুন স্বপ্ন আনে
মেঘ সরে গিয়ে নতুন সূর্য দুঃখে আঘাত হানে।
আঘাতে আমরা আবার আমাদের পুনরায় ফিরে পাই
আঘাত ও কান্না, ব্যথা ও অশ্রু, দুইটি জমজ ভাই।
আমাকে যতই ভাসাবে তুমি ভেসে যাবে তুমি নিজে,
অফুরান প্রাণ শক্তি আমার রয়েছে রক্ত বীজে।
আমাকে তুমি করেছ হরণ, পারনি হারাতে জানো
তবু বার বার আমার দুয়ারে হিংস্র আঘাত হানো।
আমি কতবার প্রতারিত হয়ে, জীবন নিয়েছি চিনে
আবার গড়েছি হারানো সমাজ বুকের রক্ত ঋণে
আমাকে তোমরা ত্যাগ করে যাও, একলা থাকতে দাও
আমি গড়ে নেবো আমার জীবন,  এবার ক্ষান্তি দাও।


(রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে)
-------এস, এম, আরশাদ ইমাম//২৪-০৪-২০১৫//শুক্রবার//ঢাকার জীবন ২৯