দ্যাখো আজই বৃষ্টি নামল, শুদ্ধ হলো লেবুর পাতা,
আজ বাতাসের ঘ্রাণে ছিলো, পুরান দিনের মাদকতা।
কলাভবন, কাব্যকলায়, স্পর্শ করে সরলতা
তুমি আমি মুখোমুখী, বৃষ্টিবিধুর কথকতা।

অবাক দৃষ্টি সবাক ঠোঁটে, ভেজা কথার ফুলকি ছোটে
জান্‌লা ভেঙ্গে বৃষ্টির ছাঁট, সতেজ শীতে শিউরে ওঠে।
সময় ছোটে শামুক পায়ে, বুকের পুকুর ডুব সাঁতারে
হাতড়ে ফেরে মনের মানিক, হয়তো কথায় এই আঁধারে।

শূন্য বাগান, উষর জীবন, ধুমায়িত চা-র পেয়ালা
পড়ে আছে রঙের প্যালেট, অালোছায়া খুব একেলা
তোমার সাথে অনেক কথা, হয়নি আমার আজও বলা
আজো একা করিডোরে তোমার ছায়ার দিব্যি চলা।

এখন আমার কণ্ঠ রুদ্ধ, স্বপ্ন এখন নজরবন্দী
ভাতের গন্ধে প্রেম পলাতক, পেটের সঙ্গে মনের সন্ধি
এই আমাকে সঙ্গে নিয়ে একলা এখন ফিরছি ঘুরে
নিজের স্বপ্ন, সমাজ সাম্য, মুক্ত কথন, যাচ্ছে দূরে।

কৃষ্‌নচূড়া, রাধাচূড়া, জারুল কিংবা স্বর্ণলতা
এখন শুধু লেখার খাতায়, বাস্তবতায় খেজুর পাতা
জোছনা এখন অপসৃত, দ্বিপ্রহরে চন্দ্রতরী
মনের বাগান যাচ্ছে ভরে, কলম হয়ে উঠছে ছুরি।

ভালবাসার পেলব পালক উড়ছে দেখি দূর আকাশে
নতুন তরুণ প্রজন্ম আজ প্রেম হারিয়ে ঝুঁকছে ত্রাসে
সবুজ ঘাসে ইচ্ছে পোকা, চাষের মাঠে তামাক হাসে
ভালবাসা বিবর্ণ আজ ছুটছে সমাজ মরুর ডাকে।

পাথর সময় গুঁড়িয়ে দেবে এমন মুগুর কোথায় পাবো
আবার কবে সোনালু রঙ গায়ে মেখে মন হারাবো
অপেক্ষাতে সময় কাটে আবার কবে আসবে তুমি
তোমার ছোঁয়ায় কাটবে এ ঘোর বাংলাদেশের মনভূমি।