ঢেউ ভাঙ্গে ভেঙ্গে পড়ে অবারিত ঢেউ
ভিতরের তীর ভাঙ্গে জানে নাতো কেউ
বুকের অবাধ মহাসাগরের কাছে
মনে খুলে বলবার কত কথা আছে।
মনের ভিতরে জমে অগণন কালি
ধুয়ে মুছে সাফ করে কত বেলা বালি
ঢেউ আসে ঢেউ যায়, ফের ফিরে আসে
আমাদের স্মৃতি টুকু ঘিরে, আশে পাশে।
মুছে যায় কত কথা সময়ের গাথা
সাগর ঊর্মিমালা মুছে দেয় ব্যথা।


ঢেউ ভাঙ্গে বয়সের ঢেউ ভাঙ্গে বাঁধ
কতশত ঢেউ করে কত বরবাদ।
কখনো কি কিছু গড়ে কোন কোন ঢেউ
জানি না সে কথা আমি জানে কি তা কেউ?
যেদিন জানব আমি সাগরের কাছে
তারপর ফিরবনা ফেনিল সে নাচে,
কত যে হারাতে চাই, সাগরের কাছে
সেকথা কি সাগরের মনে টনে আছে!
হয়তো তা নেই কোনদিন তা ছিল না,
আমার জীবন যেন সাগর মোহনা।।


এস, এম, আরশাদ ইমাম//২৯ জুন ২০১৫; সোমবার; ১৫ আষাঢ় ১৪২২//ঢাকার জীবন