১৫.


তারপর……পেয়েছি অফুরান সময়, দিন গেছে, অলস বিকেল
প্রেম দিয়ে বেঁধেছে আমাকে, শিল্পীর হাত, অন্ধ শিকারী,
        ভুলে গেছে সে নিজ হাতে গড়া পাথরের নারী
        তার স্বপ্ন ঘিরে, বাস্তব ঘিরে এখন শুধু আমি,
        না কোন পটের নারী, এর বেশি নই।
প্রভূ সে আমার, অন্ততঃ এখন,
শ্রদ্ধা ও প্রেম একত্রে হাত ধরে বাস করে অহোরাত্র
তবু আমি, নিজ দেহে বয়ে চলি তার রক্ত, স্বীকৃতিহীন প্রেম নাকি নেশা!


ভালবাসা নাই বা আসে, ফাগুনের বাতাসে, না হয়
শীতের কাঁপুনীর মতো জ্বর হয়ে বাসা বাঁধে দেহে,
আমিও দিয়েছি তাকে, নতুন স্থান এক, অবশেষে
               নিজেকে অতিক্রম করে
               নিজেকে অনতিক্রম্য করে।


নতুন করে বেঁচে আছি আমি, প্রেম হীন ভালবাসায়
নদীহীন, বৃক্ষহীন, পাখ-পাখালীহীন, রৌদ্র ও কুয়াশাহীন
ত্রুটিহীন, বিচ্যুতহীন, স্থানহীন-পাত্রহীন, কালহীন-অকালহীন
প্রক্ষেপ ও প্রযতিহীন, নক্ষত্র ও নামাবলী হীন;
পড়ে থাকি নক্ষত্রমালারও ওপারে।
প্রাণ ভরে নিঃশ্বাস নিই উন্মন বাতাসে, ফুসফুসের অলিতে গলিতে
ভালো করে বাঁচবার প্রবল আশায়, তবুও মাঝে মাঝে
কোথায় যেন সকরুণ সুর বাজে, যেন কালিন্দীর কূলে,
কে যেন কল্লোল তোলে, যখন কানে বাজে জাহাজের সাইরেন
কার যেন হাহাকার বিদীর্ণ করে সময়ের গ্রন্থি, বলে ওঠে
‘‘বেঁচে আছি এই আমি নাটোরের বনলতা সেন।’’


এস, এম, আরশাদ ইমাম//২৬ জুলাই ২০১৫; রবিবার; ১১ শ্রাবণ ১৪২২//ঢাকার জীবন