স্তব্ধ চিন্তা, আবদ্ধ স্বপ্ন
               রুদ্ধ ভাবনাগুলো
               শ্রাবণের ভেজা হাওয়ায় জুবুথুবু।


উড়ু উড়ু মেঘে উড়ে যায় দূর-দূরান্তে
কখনো ধীর লয়ে, কখনো ঘূর্ণী বায়ে।


               আমি বিস্মৃত স্মৃতির পুনর্জাগরণে
               মথিত হয়ে-নিস্তরঙ্গ পড়ে থাকি
               কয়েক মুহূর্ত অথবা দীর্ঘ কত কাল
               বিস্মরণের ধাক্কাকে সামলে নিতে।


জানালার ওপাশে চারুবৃক্ষের কারুকার্য্যময় ছায়া
রাত বাড়ে মেঘের দল প্রায়ান্ধকারে খেলা করে
মাঝে মাঝে বিদ্যুৎমালার আলোর সাথে চুপকথা,
তারপর পৃথিবীর বুকে সকরুণ বৃষ্টির নামাবলী।


               আমি নির্বাক মস্তিস্কের ভিতরে
               মহাসাগর নিয়ে ডুবুরী, ডুব দিই
               হারানো আটলান্টিস-খোঁজে
               তুলে আনি কেবল মৃৎপাত্র, জীবনের
               সভ্যতার মুক্তোকণা খুঁজে পাইনা,
               অথচ বাইরে নিথর নিশ্চল নির্বাণ।


নিজেকে পুনর্বার জাগাতে প্রণোদনা পাই না
তবু মৌসুম এসে খুলে দেয় বন্ধ জানালা-কপাট
ধীর বাতাসে ঝিরঝিরিয়ে ওড়ে পর্দা, ওড়ে ধুলো,
মলিনতা ঝেড়ে, ক্লান্তি ধুয়ে, স্তব্ধতা আর নিস্তরঙ্গতা
ঝেড়ে ফেলে ফুঁড়ে বেরোতে চায়, চিরায়ত সবুজ
বাণগ্রস্থ, ধ্যান মগ্ন, ঘুমন্ত সময় অতিক্রান্ত যুবা মন।


এস, এম, আরশাদ ইমাম//৩১ জুলাই ২০১৫; শুক্রবার; ১৬ শ্রাবণ ১৪২২ //ঢাকার জীবন