ও হরিণী কানা হরিণ
অন্ধ হলে কবে
কানা হরিণ অন্ধ হলে
প্রলয় বন্ধ হবে?


প্রলয় মন্ত্র মুগ্ধ হলে
বন্ধ হবে ডালা
সৃষ্টি হবে সৃষ্টি ছাড়া
বাড়বে সৃজন জ্বালা।


অক্টোপাশের মতো হাসে
নষ্ট আশ আর পাশ
ভ্রষ্ট হলেই রক্ষা নেই আর
উঠবে নাভিশ্বাস।


অন্ধ হরিণ অন্ধ চিন্তা
বন্ধ বদ্ধ ঘরে
সেই হরিণী কেমন করে
ঘরকে আলো করে?


সম্ভব না সম্ভাবনা
কিচ্ছু হবে না
অন্ধ যেজন তাকে দিয়ে
ভালো দেখে না।


অন্ধ দু’চোখ দেখবে আলো
তেমন আশা কই
তারচে’ ভালো বাঁকী জীবন
আশাহীনই রই।


এস, এম, আরশাদ ইমাম//ঢাকার জীবন
মূল লেখাঃ ১৫-০৯-২০০৭, শনিবার, বিকেল ৪:১০, ঢাকা।
পরিমার্জনাঃ ০৪ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪২২, ঢাকা।