মানুষ বাঁচে ক’বছর জীবনে?
ক’বছর বা বাঁচে মানুষ!
নিজেকে কাছে পায় কতটুকু
                       আপন করে?
কতটুকু পায় সান্নিধ্যে নিজেকে?


জানে না কেউ, জানে নি কোনদিন
শুধু ভাবে, এইতো বেঁচে আছি
                        চরাচরে।


কেউ কখনো কাউকে পায় কি
                       নিজের কাছে?
কেউ কি কাউকে পেয়েছে নিজের করে?
এসব নিয়ে ভাবে না মানুষ
মানুষের এসব নিয়ে ভাবনা হয় না।


মানুষ নিজেকে পায় না
পায় না কাউকে নিকটে
এভাবে বাঁচার খুব কি প্রয়োজন?
বাঁচার জন্য মৃত্যু পর্যন্ত
                      অদ্ভূত হাস্যকর আয়োজন।


চলো মরি, অামরা, দু’জনে
সমুদ্র মন্থন ফেনা গায়ে মেখে
পাখিদের গানে, ভালোবাসার কূজনে,
বরং সেটাই ভালো বাঁচার চেয়ে,
সেটাই ভালো হোক আমাদের কাছে।


মূল লেখাঃ ০৪.০৭.১৯৯৭,বৃহস্পতিবার, জিগাতলা, ঢাকা।