১.


তোমাকে লিখিনা বলেই
ভেবো না ভুলে গেছি
অথবা, তুমি
পুরাতন হয়ে গেছ খুব।
আসলে অন্ধকারে ডু্ব দিয়ে
খুঁজে দেখছি
প্রচন্ড আলোর উৎস মুখ।


ডুবুরীর যেমন জলের ভয় নেই
আমার সেই রকম
ভয় নেই অন্ধকারের।
ধরে নিতে পারো, হারাবো না
শুধু খুঁজছি
তোমার অকর্ষণের যে দুর্ঘটনা
তার ব্ল্যাক বক্সটা
কোথায় পড়ে আছে।


খুঁজে পেলে জানা যাবে
আমাদের পরিণত প্রেমের ইতিবৃত্ত।


২.


তুমি ভুলেছ, স্বাভাবিক।
আমি ভুলিনি।
কি করে ভুলব বলো!


তোমার দেহের যে আগুন
আমাকে পুড়েছে
তার রং কালো।


সব আগুন লাল হয় না।
সব কালোও কালো হয় না।।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
১৩ এপ্রিল ১৯৯৬//শনিবার//৩১ চৈত্র ১৪১৩
পুনর্লিখনঃ ১৫ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার


সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।